বকুল ভৌমিক

আমি রংবিহীন আর্গন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আমি অক্সিজেন আমি বাতাস
আমি ঘুরে বেড়াই সমগ্র বিশ্বজুড়ে
আমি বয়ে বেরাই সকল প্রাণের বুকের নির্যাস
আমি আজ বড্ড ক্লান্ত
আমার মনটা আজ ভাল নেই।

আমি বিচরণ করি অসীম শিহরণে হেমন্তের বিকেলে বেলী ফুলের সুবাসে
কিংবা শরতের কোন এক পূরবী রাগিনী সন্ধ্যায় ছন্দে মাতি হৃদয় উচ্ছ¡াসে
কিন্তু আমি আজ বড্ড ক্লান্ত
আমার মনটা আজ মোটেও ভাল নেই।

আমি নই রবীন্দ্রনাথ আমি নই শেক্সপিয়র আমি নই নজরুল আমি নই ইলিয়ট আমি নই কোন কালজয়ী চেতনার কবি
আমি নই শেখ মুজিব আমি নই আব্রাহাম লিংকন আমি নই কার্ল মার্কস কিংবা নই কোন সমাজ পরিবর্তনের উজ্জ্বল রবি।

আমি এসেছি আজ চুপি চুপি নিরব সাজে
আমি আজ বড্ড ক্লান্ত বড্ড বিরক্ত
আমার আজ মনটা মোটেও ভাল নেই আমি আজ রিক্ত।

আমার গায়ে আজ কাঁচা মাটির ধুলোর গন্ধ বারুদে পোড়া কংক্রিটের গন্ধ
আমার গায়ে আজ বিধ্বস্ত নগরীর দুমরে উঠা পঁচা লাশের গন্ধ, নারী, পুরুষ শিশুর রক্তের গন্ধ
আমার শ্বাসনালী আজ রুদ্ধ
আমার গায়ে আজ হায়েনার আঁচড়, নেকড়ের আঁচড় আমি আজ স্তব্ধ।
আমারও ধৈর্যের সীমা আছে আমারও আছে স্পর্ধা
আমারও আঙ্গুল উঁচু করে বলে দিতে ইচ্ছে করে
আমি হতে পারি ভয়ংকর আমারও নেই কোন শ্রদ্ধা।
আমি হতে পারি টর্নেডো হতে পারি টাইফুন, হতে পারি সাইক্লোন হতে পারি ক্যাথরিনা, হতে পারি সিডর
আমি সমুদ্রের বুক থেকে তুলে নিতে পারি সমস্ত জল আমি হতে পারি গোঁয়ার, হতে পারি অসভ্য, ইতর।
তাই দোহাই তোদের একটুকু থাম একটুকু চুপ কর
আর নয় গুলি আর নয় বোমা আর নয় শিশুর রক্ত আর নয় হত্যা আর নয় নির্যাতনের ঝড়।
আমি আজ বড্ড ক্লান্ত
আমার বুকে আজ প্রচন্ড ঘৃণা
আমার মনটা আজ ভাল নেই।

এই পৃথিবী শুধু কারো নয় একার
এই পৃথিবী নয় শুধু কোন জলপাই রং এর শক্তিধর বদরী বাহিনীর
এই পৃথিবী নয় শুধু কোন ধর্মীয় নেতার উস্কানির
এই পৃথিবী নয় শুধু কোন উন্নত সুযোগ্য শক্তিধর নেতার বাণীর।
এই পৃথিবীটা নারীর এই পৃথিবীটা শিশুর
এই পৃথিবীটা মানুষের এই পৃথিবীটা মানবতার এই পৃথিবীটা সকলের বেঁচে থাকার।
অটোয়া