Home জাতীয় বাণিজ্যমন্ত্রীকে আমি ধরবো: প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীকে আমি ধরবো: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় হওয়া ব্রিকস সম্মেলন থেকে ফিরে মঙ্গলবার (২৯ আগস্ট) গণভবনে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সাইফুল আলমের জানতে চাওয়া নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও সিন্ডিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যখনই দাম বাড়ে আমরা ব্যবস্থা নেই। সিন্ডিকেট থাকলে সেটা ভাঙা যাবে না এটা হতে পারে না। আমি অবশ্যই ব্যবস্থা নিবো। বাণিজ্যমন্ত্রী যদি বলে সে ব্যবস্থা নিতে পারে না তাকেও ধরবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন ফসল সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি। জনগণকে বলছি কিভাবে সংরক্ষণ করা যায়। মরিচ শুকিয়ে রাখতে বলেছি। প্রত্যেককে বলছি, নিজেরা উৎপাদন করেন। নিজেরা উৎপাদন করলে সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে।

ডিম সিদ্ধ করে ডিপে রেখে দিলে অনেক ভালো থাকে। সব কিছুরই বিকল্প আছে। পেঁয়াজও শুকিয়ে রাখা যায়। এগুলো আমরা করি। যখন দাম কম থাকবে তখন বেশি কিনে ফ্রিজে রেখে দিবেন। এভাবে রক্ষা করা গেলে এবং উৎপাদন করা গেলে সিন্ডিকেট কিছুই করতে পারবে না।

Exit mobile version