বাঙালির নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষায় যে সকল শহীদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন নিজেদের জীবন, তাদের স্মরণ ও স্মৃতি রক্ষার্থে ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালন করেছে। কানাডা উদীচী টরন্টো শহীদ মিনার নির্মাণ কমিটির সাথে ও অন্যান্য বন্ধুপ্রতীম ও দেশপ্রেমিক সংগঠনের সাথে সম্মিলিতভাবে এবার শহীদ দিবস পালনে অংশগ্রহণ করেন। টরন্টোর তীব্র শীত উপেক্ষা করেও উদীচীর কর্মীবৃন্দ রাত ১০.০০ স্থানীয় একটি রেষ্টুেেরন্টে সমবেত হন এবং ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে উদীচীর আদর্শ ও আকাক্সক্ষা নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। সেখান থেকে রাত্র ১২.০১ মিনিটে ড্যানফোর্থ এভিনিউ বাঙালি পাড়ার কেন্দ্রস্থলে ঘরোয়া রেষ্টুরেন্ট চত্ত¡রে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে কানাডা উদীচীর বিপুলসংখ্যক কর্মী, উপদেষ্টা ও সমর্থক-শুভানুধ্যায়ী একুশের গান গাইতে গাইতে র্যালীসহকারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এছাড়াও কানাডা উদীচী টরন্টো শহীদ মিনার নির্মাণ তহবিল কমিটি (টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে ইনক)-এর গর্ভনিং বডির চেয়ারম্যান ব্যারিষ্টার চয়নিকা দত্তের নিকট উদীচীর পক্ষ থেকে এক হাজার ডলারের চেক হস্তান্তর করে। শহীদ মিনার নির্মাণ তহবিল কমিটির প্রেসিডেন্ট বাংলাদেশী কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ এবং সাধারণ সম্পাদক সামাজিক-সাংস্কৃতিক সংগঠক রিজওয়ানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও চেক হস্তান্তরকালে কানাডা উদীচীর ভাইস প্রেসিডেন্ট সৌমেন সাহা, সাধারণ সম্পাদক মিনারা বেগম, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজফার ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মিনারা বেগম সংগঠনের পক্ষ থেকে ২১শের অনুষ্ঠানে যোগদানকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি