অনলাইন ডেস্ক : বিগত জুলাই ২, ২০২৩ তারিখে টরন্টস্থ প্রেইরি ড্রাইভ পার্কে বাগানের পরিচর্যা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিটি অফ টরন্টোর অর্থায়নে প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপ কর্তৃক কর্মশালাটি আয়োজন করা হয়।

সভার শুরুতে আদিবাসীদের ভ‚মির প্রতি শ্রদ্ধা জানিয়ে “ল্যান্ড একনলেজমেন্ট” বক্তব্য পাঠ করেন কমিউনিটি সদস্য নাজমা খানম। অতপর কমিউনিটি লিডার শাহ মহিউদ্দিন বাগান পরিচর্যার প্রয়োজনীয়তা এবং উপকারিতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বীজ বপন বা চারা রোপণ করলেই ভালো ফলন আশা করা যায় না, ভালো ফলনের জন্য সময় মত এবং পরিমিত পরিমাণ পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, নিড়ানি দেওয়া, মালচিং করা, মাচা তৈরি করা, অপ্রয়োজনীয় পাতা এবং ডালকাটা (Trimming), কম্পোস্ট ব্যবহার করা এবং কিট পতঙ্গ নিধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত বিষয়গুলোর উপর আরো বিশদভাবে, পরিষ্কারভাবে এবং যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করেন অভিজ্ঞ এবং দক্ষ কৃষিবিদ মোস্তফা কামাল হিমু, গোলাম আজম চৌধুরী, প্রশান্ত সরদার এবং প্রবীণ বাগানি শামসুল হক। গোলাম আযম তার বক্তৃতায় মাটি হাতে নিয়া কখন এবং কোন পর্যায়ে পানি দিতে হবে তা হাতে কলমে প্রদর্শন করেন এবং তাহার সুসংগঠিত নিজবাগান পরিদর্শনের জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। বক্তারা আগ্রহী ও উৎসুক বাগানিদের বাগানে পোকামাকড়ের আক্রমণ ও গাছ-গাছালির যতœ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন অত্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং যথাযথভাবে উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করে ভবিষ্যতে আরো বেশি সময় নিয়া মার্চ এপ্রিল মাসে বাগান শুরুর প্রাক্কালে এই ধরনের কর্মশালা আয়োজন করার জন্য সকলে একমত পোষণ করেন। উক্ত কর্মশালায় বিভিন্ন বয়সী শ্রেণী ও পেশার পঞ্চাশের অধিক বাগানি ও তাহাদের পরিবারের সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবাইকে কফি, বিস্কুট, পানীয় এবং সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত দুপুরের খাবার দ্বারা আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা এবং উপস্থাপনা করেন কমিউনিটি লিডার আনার দিলারা এবং পূর্ণাঙ্গ সহযোগিতা করেন কমিউনিটি সদস্য রবিউল ইসলাম, মইনুল চৌধুরী, সিলভি ও রাজা। ঈদের আনন্দ কানাডা ডের উৎসব এবং বৃষ্টি উপক্ষার করে কর্মশালায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।