অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি স্থল হামলা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর মধ্যে টানাপোড়েন চলছে। এমনকি এই অভিযান নিয়ে মতবিরোধের জেরে ইসরায়েলের কাছে একটি অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া নিষেধ অমান্য করে সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বাইডেন। তবে বাইডেনের এই সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েলের জন্য শত শত কোটি ডলারের অস্ত্র বরাদ্দ রেখেছে যুক্তরাষ্ট্র। খবর ডেইলি সাবাহর।

চলতি সপ্তাহে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল রাফা শহরে বড় ধরনের আক্রমণের জন্য ব্যবহার করতে পারে এমন একটি অস্ত্র সরবরাহের বিষয় পর্যালোচনা করেছে বাইডেন প্রশাসন। এই পর্যালোচনার ফলে ইসরায়েলের কাছে একটি অস্ত্রের চালান স্থগিত হয়েছে।

মার্কিন এই অস্ত্রের চালান সরবরাহ স্থগিত হলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষ রিপাবলিকান সদস্য সেন জিম রিশ সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন ধরনের মার্কিন অস্ত্র ইসরায়েলে সরবরাহ করার কথা রয়েছে। এদের মধ্যে রয়েছে যৌথ প্রত্যক্ষ আক্রমণ যুদ্ধাস্ত্র, ট্যাংক রাউন্ড, মর্টার ও সাঁজোয়া যান। এসব অস্ত্রের অর্থমূল্য শত শত কোটি মার্কিন ডলার।

তবে তিনি বলেন, এসব যুদ্ধাস্ত্র অনুমোদনের প্রক্রিয়া যত দ্রুত হওয়া উচিত ছিল তত দ্রুত অগ্রসর হচ্ছে না। এদের মধ্যে কিছু গত ডিসেম্বর থেকে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। যদিও ইসরায়েলকে দেয়া অস্ত্র সহায়তা সাধারণত কয়েক সপ্তাহের পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।

রাফা হলো মিসর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয়গ্রহণ করেছেন। এতো মানুষ আশ্রয়গ্রহণ করলেও বার বার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু।

ইসরায়েলের দাবি, এই শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ছয়টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে চারটির ঘাঁটি রয়েছে। পরবর্তীতে গাজার উত্তরাঞ্চল থেকে আরও হামাস যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফলে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হামাসের এসব ঘাঁটি নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে না বলেও মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ব্যাপক প্রাণহানির শঙ্কায় রাফা অভিযানের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।