Home খেলাধুলা বাইডেনের জয়ে সাকিবপত্নী শিশিরের উচ্ছ্বাস

বাইডেনের জয়ে সাকিবপত্নী শিশিরের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ সংবাদের পর সারাবিশ্বের গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম বাইডেনের জয় আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাঁধভাঙা উল্লাসের খবর।

এদিকে বাইডেনের জয়ে উচ্ছ্বসিত এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বাইডেনের জয়ের পর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

শিশির লিখেছেন– ‘অবশেষে বাইডেন ট্রাম্পকার্ড পেয়ে গেছেন। আনন্দে নীল হয়ে উঠেছে উইসকনসিন।’ স্ট্যাটাসের সঙ্গে একটি লাইক ইমো জুড়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বসবাস করছেন সাকিবপত্নী। এবার মার্কিন নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি।

Exit mobile version