Home আন্তর্জাতিক বাইডেনের ছেলের বিরুদ্ধে ফের ফৌজদারি মামলা

বাইডেনের ছেলের বিরুদ্ধে ফের ফৌজদারি মামলা

অনলাইন ডেস্ক : ফের আইনী ঝামেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটররা হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মামলা দায়ের করেছেন। খবর বিবিসির।

মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্কিমে যুক্ত। কিন্তু স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি।

দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস আদালতে দায়ের করা নথি অনুসারে, হান্টার বাইডেনের বিরুদ্ধে মিলিয়ন ডলার ব্যয় করার সময় কর দাখিল, পরিশোধ করতে ব্যর্থ, কর মূল্যায়ন এড়ানো এবং একটি মিথ্যা বা জালিয়াতি ট্যাক্স রিটার্ন তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের ১৭ বছরের জেল হতে পারে। ৫৩ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী।

এর আগে গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দোষী নন বলে দাবি করেছেন।

হান্টার বাইডেনের নতুন এ মামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

Exit mobile version