অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল হক এ্যন্ডি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার কানাডার স্থানীয় সময় ভোররাতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশ কিছু দিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য মরহুম আনোয়ারুল হক প্রবাসী বাঙালিদের মধ্যে এ্যন্ডি ভাই নামে জনপ্রিয় ছিলেন এবং তিনি ৫০ বছর ধরে ক্যালগেরি শহরে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি জিওলজিস্ট ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।