অনলাইন ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ না থাকার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলেও এ বিষয়ে আলোচনা খুব একটা এগোয়নি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ নিয়ে কথা হয়। প্রসঙ্গ টেনে এনে ভারতের এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, সাবেক বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কী থাকবে? এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন ওই সাংবাদিক।
উত্তরে ট্রাম্প বলেছেন, না, বাংলাদেশ ইস্যুতে আমেরিকার ডিপস্টেটের কোনই ভূমিকা নাই। এবং তারপর চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প।
এই বৈঠকের আগে ভারতের উদ্দেশে ট্রাম্প হুমকি দেওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ওপর চড়া শুল্ক বসায় তাদের ওপর একই হারে পাল্টা শুল্ক বসবে। আর এই তালিকায় যে ভারত সবার ওপরে থাকবে তা খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আর জ্বালানি কিনবে ভারত।