গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ মাইনরিটি বাইটস্ এলায়েন্স টরন্টো কানাডার উদ্যোগে বাংলাদেশে ব্রাহ্মণবাড়ীয়ায় গরীব ও দু:স্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ঢাকাস্থ রিচার্স এন্ড এমপাওয়ারমেন্ট অর্গেনাইজেশন এবং স্থানীয় সংসঘের তত্ত¡াবধানে গরীব ও দুঃস্থদের শীতের কম্বল বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এত অন্যান্যদের মধ্যে প্রতিনিধিবৃন্দ, সৎসঙ্গের সেক্রেটারী স্বপন দেব ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরন্টো কানাডার উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একজন মেধাবী ও গরীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী অনামিকা ভৌমিককে ১৯,০০০ টাকার অনুদান প্রদান করা হয়।
যারা এই মহতি উদ্যোগে আর্থিকভাবে এবং শারীরীকভাবে সহযোগিতা করেছেন বা করছেন বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স, টরন্টো, কানাডার পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আগামীতে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছে।