অনলাইন ডেস্ক : পদ্মা সেতু, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এখন দৃশ্যমান। সেই সঙ্গে আছে জ্বালানির নিশ্চয়তাও। যা নতুন করে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমাদের নজর কেড়েছে। তাই এবার ঢাকা সফরে এসেছে ৩০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। যেখানে আছে অ্যামাজান প্রাইম, উবার থেকে শুরু করে এক্সসেলারেট এনার্জির মতো কোম্পানি।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপ। তিনি জানান, করনীতি যত ব্যবসাবান্ধব হবে তত বেশি বিনিয়োগ আসবে।

দেড় দশকের বেশি সময় ধরে মার্কিন এই কূটনীতিক কাজ করেছেন দক্ষিণ এশিয়ায়। তার ভাষ্য, অন্যদের যেখানে সঠিক নীতি গ্রহণে হিমশিম অবস্থা, তখন সগৌরবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তবে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে কাদের বিনিয়োগ বেশি নেবে, সে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলে মন্তব্য করেন অতুল কেশাপ।