Home কানাডা খবর বাংলাদেশের জনগণের সহিংসতার শিকারে আমরা হতবাক : কানাডা

বাংলাদেশের জনগণের সহিংসতার শিকারে আমরা হতবাক : কানাডা

অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন দেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা। গত বৃহস্পতিবার ঢাকাতে অবস্থিত দেশটির হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) কানাডার হাইকমিশন এক বিবৃতিতে লিখেছেঃ গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন।

বাক (স্বাধীন ভাবে কথা বলা) এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরুপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন।

কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

 

Exit mobile version