আহসান রাজীব, কানাডা : কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশটির আলবার্টা প্রদেশের ক্যালগরিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্যদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য বিনামূল্যে ফ্লু’র টিকার ব্যবস্থা করা হয়েছে।
কমিউনিটি আরেক্স বাংলাদেশি ফার্মেসি’র উদ্যোগে মোট ৮টি লোকেশনে এই টিকার কার্যক্রম আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সুবিধার্থে নর্থ-ইস্ট এর সাভান্না ফার্মেসি, সাভান্না মার্কেট ফার্মেসি, অ্যাবেইডেল ফার্মেসি, ভিস্তা ফার্মেসি এবং মিডটাউন ফার্মাসিতে এই সুবিধা পাওয়া যাবে।
কানাডার ক্যালগেরির নিয়মিত সেবাদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি আরেক্স বাংলাদেশি ফার্মেসি গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ইব্রাহিম খান জানান, বৈশ্বিক মহামারীর এই সময়ে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে প্রবাসী বাঙালি কমিউনিটির স্বাস্থ্যের দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।