বিনোদন ডেস্ক : এক সময় বলিউড আর ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) একে অপরের পরিপূরক ছিল। বিনোদন ও ক্রীড়া জগতের জমজমাট প্যাকেজে দর্শকের সামনে চোখ ধাঁধানো মোড়কে তুলে ধরা হত আইপিএলকে। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির ১৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হলো বলতে গেলে একেবারেই বলিউডহীন।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, গত বছরটা বলিউডের জন্য ভাল কাটেনি। একমাত্র রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া আর কোনো বিগ বাজেট সিনেমায় বক্স অফিসে সারা ফেলতে পারেনি। অন্য দিকে, দক্ষিণী সিনেমাগুলো রমরমিয়ে চলেছে। এমনকি তেলেগু সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি এবছর অস্কার পর্যন্ত নিয়ে এসেছে। তাই স্বাভাবিক ভাবেই দক্ষিণী সিনেমার জয়জয়কার। আর তার ছাপ পড়েছে এ বছরের আইপিএলেও। ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের উপস্থিতি বলতে শুধুই অরিজিৎ সিংয়ের গানে।

উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। তারপর অবশ্য একের পর এক বলিউডের হিট গান গেয়ে মাতিয়ে দিলেন গোটা স্টেডিয়াম। অনুষ্ঠানে বলিউডের অস্তিত্ব ওইটুকুই। তারপর মঞ্চে আসেন তামান্না ভাটিয়া এবং রাশ্মিকা মান্দানা।

দুজনেই পারফর্ম করেন একের পর এক হিট দক্ষিণী সিনেমার গানের সঙ্গে। কিন্তু সে গানগুলোও বর্তমানে পুরো ভারতে ব্যাপক জনপ্রিয়। তাই অনুষ্ঠানে একটুও ছন্দপতন ঘটেনি। উল্টো মাঠের এনার্জি বেড়েছে।

‘পুষ্পা: দ্য রাইজ’-এর দৌলতে ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’র মতো গান এখন গোটা দেশ মাতিয়ে রেখেছেন। শেষে রাশ্মিকা নাচলেন অস্কারজয়ী ‘নাটু নাটু’-তেও। সঙ্গে নাচলেন গ্যালারির দর্শক!

গত কয়েক বছরে পুরো ভারতেই দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা বেড়েছে। তাই এ বছর উদ্বোধনে শুধুই দক্ষিণী তারকা। বোঝাই যাচ্ছে, ভারতে দক্ষিণী তারকাদের কদর বাড়ছে। যেখানে সাম্প্রতিক কালে বলিউডের অনেক সিনেমাতেই গুরুত্ব পাচ্ছেন তারা, সেখানে আইপিএলের মঞ্চও যে তারাই আলো করছেন, তাতে কারও অবাক হওয়ার কথা নয়।