স্পোর্টস ডেস্ক : নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক বিবৃতিতে সুলশারের বরখাস্তের খবরটি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করছে যে ওলে গানার সুলশার তার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। সবকিছুর জন্য ধন্যবাদ ওলে।’ ইউনাইটেডে তাদের বিবৃতিতে জানিয়েছে, কঠিন হলেও সুলশারকে বহিষ্কার করার মতো দুঃখজনক সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
ম্যানইউ কর্তাদের মতে, যে খেলোয়াড়রা আছেন তাদের দলকে জয় এনে দেয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। কিন্তু কোচের কৌশলের কারণে বারবার হোঁচট খেতে হচ্ছে।
ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিয়ানো রোমানো সুলশারের চাকরি হারানোর ব্যাপারে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড দীর্ঘ ৫ ঘণ্টার বৈঠক শেষে সুলশারকে বরখাস্তের সিদ্ধান্তে উপনীত হয়। নতুন চুক্তির বিষয়টি এখন বিবেচনা করা হচ্ছে।’
সুলশারের চাকরি খোয়ানোর পেছনে মুখ্য ভ’মিকায় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কর্ণধার জোয়েল গ্লেজার। দৈনিক মার্কার খবর, জোয়েলের সিদ্ধান্তে সঙ্গে একমত পোষণ করেছেন ম্যানইউর হর্তাকর্তারা।
ম্যানইউর ভাগ্য বদলানোর দায়িত্ব পাবেন কে? ক্রিস্টিয়ানো রোনালদোদের নতুন কোচ হওয়ার দৌড়ে সর্বাগ্রে জিনেদিন জিদান। নাম শোনা যাচ্ছে বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়া রোনাল্ড কোম্যান এবং ব্রেন্ডন রজার্সের নামও।
২০১৮ সালের ডিসেম্বরে হোসে মরিনহোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানইউর দায়িত্ব পান সুলশার। নরওয়ের সাবেক এই ফুটবলারকে পরের বছর মার্চে পাকাপাকিভাবে তিন বছরের জন্য নিয়োগ দেয় ইউনাইটেড। সে বছরের জুলাইয়ে সুলশারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লীগে গত ৭ ম্যাচে মাত্র এক জয় ইউনাইটেডের। সব প্রতিযোগিতায় ১৩ ম্যাচে রেড ডেভিলরা জিতেছে চার ম্যাচে। লীগের সপ্তম স্থানে নেমে গেছে ম্যানইউ। শঙ্কা জেগেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলা নিয়েও।