অনলাইন ডেস্ক : প্রবল বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে চলমান বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। বন্যা পরিস্থতি নিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) সরকারের পক্ষ থেকে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সেনাবাহিনী, ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা কথা বলেন।

এ সময় আরো জানানো হয়, বর্তমানে বন্যাদুর্গত জেলার সংখ্যা ১১টি। এসব জেলায় পানিবন্দি অবস্থায় আছে ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।

বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন।