অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ঘনিষ্ঠ সহচর মোঃ আব্দুর রব কানাডা সফর করছেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা নেতৃবৃন্দের সাথে উনার এক সৌজন্য সাক্ষাৎ সংঘটিত হয়। গত ১৬ই জুলাই, রবিবার ফাউন্ডেশনের ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউস্হিতকার্যালয় আগমন করেন। এই সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উনাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে উনাকে একটি ক্রেস্ট উপহার দেন। এই সাক্ষাৎকারে তিনি ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে ভবিষ্যতের কর্মপন্থা ও করণীয় সম্পর্কে অবহিত করবেন। এতে তিনি ফাউন্ডেশনের কার্যক্রমে সন্তুষ্ট হন এবং আগামী দিনেও ইহার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিকদের আরও বেশি সমন্বিত করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডাকে আরও শক্তিশালী করার পরামর্শ প্রদান করেন। কানাডায় আমাদের যে প্রজন্ম বেড়ে উঠছে তারা যেন জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর রাজনৈতিক সংগ্রামী জীবন সম্পর্কে অবহিত হতে পারে সে ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শও প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও কানাডা সফর কালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রত্যাশা করেন।

পরিশেষে চা চক্রের মাধ্যমে এই সাক্ষাৎ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, সহ-সভাপতিবৃন্দ ড. এ এম এম তোহা, আব্দুল হামিদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রূপন কান্তি দাশ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাপস দেব ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী। সদস্যবৃন্দের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ( টিপু), ও আইনুল কবির।