অনলাইন ডেস্ক : গত ৮ জুলাই, শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার কার্যকরী কমিটির এক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ৩০৯৮ ডেনফোরর্থ এভিনিউস্থিত কার্যালয়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. হুমায়ুন কবির ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন। বিশেষ করে গত ২০ই জুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার পুনঃ অনুমোদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে এই সভা আহবান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর সফল অনুষ্ঠান সম্পন্ন করার ধারাবাহিকতায় আসন্ন জাতীয় শোক দিবস ব্যাপকভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে মানববন্ধনও করা হবে। শোক দিবস অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদকে আহ্বায়ক, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলামকে সদস্য করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সার্বিক সহযোগিতায় থাকবে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতিবৃন্দ এ এম এম তোহা, আবদুল হামিদ, সনৎ বড়ুয়া ও তারিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সোলেমান (কামরুল), সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রূপণ কান্তি দাস গুপ্ত, দপ্তর সম্পাদক মৃনাল কান্তি তালুকদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তাপস দেব এবং সদস্যবৃন্দ আহমদ হোসেন, মুশফিকুর আকন্দ, আইনুল কবির চৌধুরী, সোহেল ইসলাম, অনুশ্রী বড়ুয়া ও মোহাম্মদ বাবুল পারভেজ। কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা ও সদস্য ঝুটন তরফদার। অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন ও ব্যবসায়ী কামরুল ইসলাম। সমাপনী বক্তব্যে সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার আগামী দিনের কর্মকাণ্ড ও সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে সকলে মিলে নৈশভোজে অংশগ্রহণ করেন।