Home রাজনীতি বঙ্গবন্ধুর হত্যার বিচার নয়, সরকারের মূল উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা: রিজভী

বঙ্গবন্ধুর হত্যার বিচার নয়, সরকারের মূল উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা: রিজভী

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধুর হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ঘিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও করোনা চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Exit mobile version