অনলাইন ডেস্ক : হারিকেন ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য জানানো সম্ভব হয়নি। তবে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) সদর দপ্তরে তিনি এমন মন্তব্য করেন।
বাইডেন বলেন, ‘এটি ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন হতে পারে। সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি।’
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ৫০০ বছরের মধ্যে ভয়াবহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এই তথ্য জানান। ডিসান্টিস বলেন, মধ্য ফ্লোরিডায় বড় ধরনের বন্যা হয়েছে। এটা ৫০০ বছরের মধ্যে অন্যতম ঘটনা।
ফ্লোরিডার গভর্নর আরও জানান, বন্যাকবলিত এলাকায় সাত হাজার উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল অ্যান্ড কোস্টগার্ড।