হাসান আমিন: অতি স¤প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বিজনেস ইনসাইডার’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেসবুক এর জনপ্রিয়তা দিন দিন কমছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বের ৩০০ কোটির বেশি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক এর সক্রিয় ব্যবহাকারী, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুনের মধ্যে সক্রিয় ব্যবহারকারী বেড়েছে ৬ শতাংশ। এই তিন মাসে এশিয়ায় ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। আর কানাডা ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম বেড়েছে। এ ছাড়া ইউরোপে ব্যবহারকারীর সংখ্যা কমেছে।
ফেসবুকের মালিক কোম্পানি মেটার আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় ব্যবহাকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ।
এ ছাড়া বিশ্বের বাকি অঞ্চলে ১ কোটি ৬০ লাখ ব্যবহারকারী বেড়েছে। আর ইউরোপে ব্যবহারকারী কমেছে ২০ লাখ। ফেসবুক ছাড়া মেটার অ্যাপ ইনস্টাগ্রাম, হোয়াটঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডে গত ৩০ জুন পর্যন্ত মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ। এই মাসে প্রায় ৩০০ কোটি মানুষ এসব অ্যাপ ব্যবহার করেছে।
টুইটারের প্রতিদ্ব›দ্বী হিসেবে গত ৫ জুন একই ধরনের অ্যাপ থ্রেড চালু করে মেটা। এই অ্যাপ চালু হওয়ার পাঁচ দিনের মাথায় ১০ কোটি ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হয়। মেটা’র এই অ্যাপগুলো কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। যদিও গত বছর থেকে এ বছরের মার্চ পর্যন্ত তিন ধাপে ২৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে ফেসবুক। এর মোট কর্মী ছিল ৮৭ হাজার। ব্লুমবার্গ টেলিভিশন উল্লেখ করেছে, দ্বিতীয় ত্রৈমাসিকে মেটার আয় ১১ শতাংশ বেড়ে ৩ হাজার ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই সংখ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রত্যাশিত ৩ হাজার ১১০ কোটির চেয়ে বেশি। এদিকে আয় বাড়ার খবরে মেটার শেয়ারের দর ৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ দিকে কানাডার সরকার ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন কেনা বন্ধ করবে বলে গত ৫ জুলাই, বুধবার দেশটির ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী পাবলো রদ্রিগুয়েজ ঘোষণা দিয়েছেন। রদ্রিগুয়েজ বলেছিলেন, একটি নতুন মিডিয়া ক্ষতিপূরণ আইন নিয়ে টেক জায়ান্টদের সঙ্গে দ্ব›েদ্বর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নতুন আইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। গত মাসে কানাডার পার্লামেন্ট অনলাইন নিউজ অ্যাক্ট গৃহীত হয়েছিল। এই আইনে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের সংবাদ নিবন্ধগুলোর অ্যাক্সেস দেওয়ায় বিষয়ে বা বাধ্যতামূলক সালিশির মুখোমুখি হলে কানাডিয়ান নিউজ আউটলেটগুলোকে ক্ষতিপূরণ দিতে গুগল ও মেটার মতো ডিজিটাল জায়ান্টদের বাণিজ্যিক চুক্তি করা বাধ্যতামূলক করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা এই বিলটি পাস হওয়ার পরেই ঘোষণা করেছে, তারা দেশটিতে প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য কানাডিয়ান সংবাদ বøক করার ব্যবস্থা নেবে।