বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে রানী মুখার্জি সম্পর্কটা দারুণ। আর তাই তো সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হন এই অভিনেত্রী। তবে এবার নতুন খবর নিয়ে আসলেন তিনি। শাহরুখের সঙ্গে নতুন সিনেমাতে অভিনয় করার পরিকল্পনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী মুখার্জি বলেন, ‘আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এ রকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে সিনেমা করতে চাই। তখন হয়ত শাহরুখের বয়স হবে ৯৫!’

সূত্র মতে, শাহরুখকে সঙ্গে নিয়ে খুব জলদিই নাকি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানী। তবে আপাতত সবই প্রাথমিক স্তরে।

এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ বক্স অফিসের হিসাব বলছে শুধু গোটা দেশে নয়, পশ্চিমবঙ্গেও দারুণ ব্যবসা করছে এই সিনেমা। আর তা জানতে পেরেই বাংলার মানুষদের ধন্যবাদ জানালেন রানী।

এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘আমি বাঙালি হিসেবে গর্বিত। বাংলার মানুষ সবসময় আমাকে এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।’