অনলাইন ডেস্ক : সেন্ট্রাল রোডে ঢাকা-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে নিউমার্কেট থানা এলাকার সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জনআহত হয়েছেন।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অন্যতম হচ্ছেন সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহি (২৫)। আহতরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী বলেন, ‘১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগত ছেলে-পেলেদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে। পরে তারা হামলা চালায়।’

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় ছিলাম আমরা। দুপুর আনুমানিক দেড়টার দিকে পেছনের দিকে বহিরাগতসহ আমাদের ওপর হামলা চালায়।’

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। আহতদের তথ্য সংগ্রহ করছি। এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না।’