Home খেলাধুলা ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা আর নেই

ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা আর নেই

অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা আর নেই। বুধবার রাতে কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

তার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করা হয় সফল অস্তপচারও। এরপর সুস্থ হয়েই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন সম্প্রতি জন্মদিন উদযাপন করা আর্জেন্টাইন এই তারকা। এর আগেও বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।

ডিয়াগো মারাডোনা আর্জেন্টাইন জার্সিতে যেমন সফল ছিলেন। ক্লাব ক্যারিয়ারেও ছিলেন উজ্জ্বল। বার্সেলোনায় হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তবে ম্যারাডোনাকে ইতালির ক্লাব নাপোলির কিংবদন্তি ধরা হয়।

ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে। লিখেছে, ‘সব সময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।

Exit mobile version