Home খেলাধুলা ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে মিলানের সান সিরোর দর্শকদের সামনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষাণা দিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’ এসি মিলানের সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি মাসেই।

রোববার রাতে সিরি’আ লিগে মিলান-ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচ শেষে শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দেন।

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু। দুই যুগের ক্যারিয়ারে সুইডেন, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের জায়ান্ট ক্লাবগুলোর হয়ে খেলেছেন ৯৮৮ ম্যাচ। করেছেন ৫৭৩ গোল। ৩২টি ট্রফি রয়েছে তার ঝুলিতে।

Exit mobile version