স্পোর্টস ডেস্ক : অবশেষে ২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন বার্সেলোনা ও স্পেনের ৪০ বছরের সাবেক তারকা মিডফিল্ডার।
সৌদি প্রো লিগের ক্লাব এমিরেটসের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও ক্যারিয়ার আর দীর্ঘায়িত করলেন না ইনিয়েস্তা। গত বছরের আগস্টে জাপানের ভিসেল কোবে ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন স্পেনিশ মিডফিল্ডার।
২২ বছরের বর্নিল ক্যারিয়ারে ইনিয়েস্তা তার সোনালী সময়টা পার করেছেন স্পেনের ক্লাব বার্সেলোনায়। ১৯৯৬ সালে ১২ বছর বয়সে কাতালান ক্লাবটির একাডেমিতে যোগ দিয়ে ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচে খেলার পর ২০০২ সালে মূল দলে অভিষেক হয়। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেন। পাশে পান লিওনেল মেসি, জাভি হার্নান্দেস, কার্লোস পুয়োল, জেরার্দ পিকে, সের্জিও বুসকেতসের মতো বিশ্বসেরা ফুটবলারদের।
বার্সেলোনা মূল দলে ২০১৮ সাল পর্যন্ত ৬৭৪ ম্যাচ খেলে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা, ছয়টি কোপা দেল রে’সহ ৩২টি শিরোপা জেতেন। স্পেনের হয়ে খেলেন ১৩১ ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের মাঝে ২০১০ সালে স্বাদ নেন বিশ্বকাপের। ফাইনালে তার একমাত্র গোলেই নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে স্পেন।