Home আন্তর্জাতিক ফিলিস্তিনি হওয়ায় যুক্তরাষ্ট্রে ছয় বছরের শিশুকে ছুরিকাঘাতে খুন

ফিলিস্তিনি হওয়ায় যুক্তরাষ্ট্রে ছয় বছরের শিশুকে ছুরিকাঘাতে খুন

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী এক শিশুকে ছুটিকাঘাতে খুন করা হয়েছে। ওই শিশুটির পরিবার ফিলিস্তিনি হওয়ায় এ কাণ্ড ঘটিয়েছে ৭১ বছরের এক বৃদ্ধ। ছুরিকাঘাতে শিশুটির মাকেও আহত করা হয়। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে চলমাস যুদ্ধে তারা ফিলিস্তিনিকে সমর্থন করায় এ হামলার শিকার হয়েছে।

এ ঘটনার পর মার্কিন পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় শিকাগো শহরতলির উইল কাউন্টি শেরিফের অফিস।

শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে মা-ছেলেকে ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখে পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। রোববার ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। আর্মি স্টাইলে তার ওপর হামলা করা হয়।

শিশুটির মায়ের ওপরও একাধিকবার ছুরিকাঘাত করা হয়। তবে ভাগ্যক্রমে সে এখনও বেঁচে আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মা ও ছেলেকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি বাহিরেই বসা ছিল। তখন তার কপাল থেকে রক্ত ঝরছিল।

ওই ব্যক্তিকে রোববার আদালতে তোলা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে প্রথম গ্রেডের হত্যার অভিযোগ দিয়েছে।

গাজায় চলমান সংঘাতের প্রথম সপ্তাহে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ : জাতিসংঘ
যুদ্ধ তীব্রতর হলে ইরানের সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা যুক্তরাষ্ট্রের
এ ঘটনার পর কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক আহমেদ রিহাব বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত। ওই ছেলে ও তার মায়ের জন্য আমরা দোয়া করি।

সূত্র: আল জাজিরা

Exit mobile version