অনলাইন ডেস্ক : দায়িত্ব নিয়েই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শনিবার তিনি বলেছেন, গাজা পুরোা পরিষ্কার করা উচিত। ফিলিস্তিনিদের পাশের দেশ মিসর কিংবা জর্ডানে সরিয়ে দেওয়া উচিত। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন যে তিনি বিষয়টি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলাপ করেছেন। মিসরীয় প্রেসিডেন্টে আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা রয়েছে তার।

ট্রাম্প বলেন, ‘আমি জর্ডানের রাজাকে বললাম যে আপনি যদি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেন তবে আমি খুবই খুশি হবো। আমি পুরো গাজা উপত্যকায় তাকিয়ে আছি এবং সেখানে খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে।’ ট্রাম্প জানান, তিনি চান যে রাজা যেন আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেয়।

তিনি আরও বলেন, ‘আমি চাই মিসরও ফিলিস্তিনিদের আশ্রয় দিক। আমি আগামীকাল জেনারেল আল সিসির সঙ্গে কথা বলবো। আমি তখন বিষয়টি তুলবো।’

ট্রাম্প বলেন, ‘আপনি ১৫ লাখ মানুষের কথা বলছেন। আমরা ‍হুট করে সরিয়ে দিতে পারবো না। বছরের পর বছর এখানে সংঘাত হয়ে আসছে। কিছু একটা করা দরকার।

গাজাকে ধ্বংসস্তূপ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছে। আমি কযেকটি আরব দেশের সঙ্গে কথা বলবো তারা যেন ফিলিস্তিনিদের থাকার ব্যবস্থা করে দেয় যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে।’

তবে বাইডেন প্রশাসন গাজার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার বিরোধী ছিল। তারা দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে সংকট সমাধান করে গাজাবাসীদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিল।