অনলাইন ডেস্ক : কানাডার রেসিডেনশিয়াল স্কুলে নিহতদের স্মরণে পালিত ফাস্ট ন্যাশন ডে তে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোন অনুষ্ঠানে যোগ না দিয়ে দিনটি কাটিয়েছেন ব্রিটিশ কলম্বিয়ার টফিনো অবকাশ কেন্দ্রে। এ নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েছেন কানাডায় তৃতীয় বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী ট্রুডো। তবে ট্রুডোর মুখপাত্র এলেক্স ওয়েলেস্টেড বলেছেন, প্রধানমন্ত্রী সেখানে ছুটি কাটাতে বা প্রমোদ ভ্রমণে যাননি। এমনকি তিনি সমুদ্র সৈকতেও বেড়াতে যাননি। এলেক্স আরো বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টফিনোতে বসে তার নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে কাজ করেছেন। এছাড়া তিনি টেলিফোনে ব্রিটিশ উপনিবেশ আমলে কানাডায় বিভিন্ন রেসিডেনশিয়াল স্কুলে নিহত আদিবাসী শিশুদের স্বজন এবং সে সময় বেঁচে যাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিনি তাদের কথা শোনেন এবং সবার প্রতি সমবেদনা জানান।
এদিকে এমন একটি দিনে প্রধানমন্ত্রীর টফিনো অবকাশ কেন্দ্রে ভ্রমণের সমালোচনা করেছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও টুলি। তিনি বলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডে কোন ছুটি কাটানোর দিন নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তা-ই করলেন। এরিনের মুখপাত্র চেলসিয়া টাকার বলেন, আমাদের প্রধানমন্ত্রী দিবসটি সম্পর্কে অতীতে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু কানাডাবাসী এবার দেখল গুরুত্বপূর্ণ এ দিনটিতে তিনি কি করলেন। চেলসিয়া আরো বলেন, এরিন ও টুলি দিনটিতে অটোয়ায় আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রেসিডেনশিয়াল স্কুলে উপনিবেশ আমলে নিহত শিশুদের স্মরণে সে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অপর বিরোধী দল এনডিপি নেতা জাগমিত সিংও প্রধানমন্ত্রীর সমালোচনা করে এক টুইট বার্তায় বলেন, এমন একটি শোকাবহ দিনে দেশের প্রধানমন্ত্রীর অবকাশ কেন্দ্রে বসে থাকাটা কতটা শোভন তা জনগণ বিচার করবে। জাগমিত সিং বলেন, দিবসটি পালন উপলক্ষে তিনি ভ্যাঙ্কুবারে আদিবাসী নেতাদের আয়োজিত র্যালিতে অংশ নিয়েছেন। এতে তার দলের অন্য-নেতাকর্মীরাও অংশ নেন।
প্রসঙ্গত, খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুলগুলোতে উপনিবেশ আমলে আদিবাসী শিশুদের জোর করে ভর্তি করা হতো। ১৮৭০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এসব স্কুলে নির্যাতনে অনেক শিশু প্রাণ হারিয়েছে। স¤প্রতি কয়েকটি পরিত্যক্ত স্কুল ক্যাম্পাসে গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে শত শত আদিবাসী শিশুর লাশ পাওয়া গেছে। কানাডায় প্রতি বছর ৩০ সেপ্টেম্বর এসব শিশুর স্মরণে পালিত হয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডে। এবার এই দিবসটি সাধারণ ছুটি ঘোষণা করেছে ফেডারেল সরকার। সূত্র : রেডিও কানাডা