Home আন্তর্জাতিক ফরাসি প্রেসিডেন্টের ‘ইসলাম বিরোধী’ মন্তব্যে বইছে নিন্দার ঝড়

ফরাসি প্রেসিডেন্টের ‘ইসলাম বিরোধী’ মন্তব্যে বইছে নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর ‘ইসলাম বিরোধী’ মন্তব্যে বইছে নিন্দার ঝড়। দেশটির মুসলিম নেতারা ইতোমধ্যে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুসলিম নেতারা বলছেন, প্রেসিডেন্ট ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে মুসলিম বিদ্বেষীদের সূরে গলা মিলিয়েছেন, এবং তার প্রস্তাবিত আইন ফরাসী মুসলিমদের মূলধারার সমাজ থেকে আরো বিচ্ছিন্ন করবে।

প্যারিস মসজিদের রেক্টর শামসেদ্দিন হাফিজ, দৈনিক ল্য ম্যঁদ-এ এক উপ-সম্পাদকীয়তে প্রেসিডেন্টের পুরো বিবৃতি এবং তার প্রস্তাবিত আইনকে ‘ছল-চাতুরি‘ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ইমেজ বাড়াতে এ ধরণের জনপ্রিয় কথাবার্তার বদলে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। ম্যাক্রঁ যেসব পরিবর্তনের কথা বলছেন, তা রাষ্ট্রের ক্ষমতার আওতায় পড়েনা।

ফরাসি মুসলিম এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমর লাসফার রয়টার্স বার্তা সংস্থার সাথে এক সাক্ষাৎকারে বলেন, ইসলাম এবং মুসলিমদের নিয়ে মি ম্যাক্রঁ যেসব শব্দ এবং বিশেষণ ব্যবহার করেছেন তা আপত্তিকর।

গত শুক্রবার ম্যাক্রঁ এক ভাষণে বলেছেন, সব গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং ব্যক্তি ফ্রান্সের ঐক্য এবং ফরাসী প্রজাতন্ত্রের ‘ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে‘ হুমকিতে ফেলছে তাদের মোকাবেলার জন্য নতুন একটি আইন তিনি আনছেন। ফরাসী সমাজের ঐ কথিত শত্রু হিসাবে তিনি পরিষ্কার করেই চিহ্নিত করেছেন ‘কট্টর ইসলাম‘কে।

সেসময় তিনি আরো বলেন, বিশ্বজুড়ে ইসলাম একটি সঙ্কটে পড়েছে, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এই ধর্মটি সঙ্কটে। বিবিসি, আল জাজিরা

Exit mobile version