স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ হয়ে গেলেও আর্জন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি নিয়ে বিতর্ক চলছে। ওই ম্যাচে লিওনেল মেসির দ্বিতীয় গোলটি বাতিল এবং ফাইনাল পুনরায় আয়োজন করার দাবি জানাচ্ছে ফ্রান্স সমর্থকেরা। তারা রীতিমতো অনলাইন পিটিশনে স্বাক্ষ র সংগ্রহ করছে। আর্জেন্টাইনরা বসে থাকবে কেন? তারাও দিচ্ছে পাল্টা জবাব!
ফরাসি গণমাধ্যমে অভিযোগ উঠেছে যে- মেসির ওই গোলের সময় আর্জেন্টিনার দুই বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিলেন।
তাই ফিফার আইনে গোলটি অবৈধ। কিন্তু ফাইনালের রেফারি সিমন মার্চিনিয়াক জানিয়েছেন, কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন। আর যেহেতু মাঠে প্রবেশ করা ফুটবলাররা গোলের ক্ষেত্রে কোনো ভূমিকা বা প্রভাব রাখেননি, তাই ফিফার আইনেই ওই গোল পুরোপুরি বৈধ।
ফরাসি সমর্থকেরা মার্চিনিয়াকের এই যুক্তি শুনলে তো? তারা রীতিমতো গণস্বাক্ষ র চালিয়ে যাচ্ছে। শনিবার পর্যন্ত তারা অনলাইনে সোয়া দুই লাখের মতো স্বাক্ষ র সংগ্রহ করেছে। বসে নেই আর্জেন্টিনা সমর্থকেরাও। তারা ‘ফ্রান্সের কান্না থামাও’ শিরোনামে একটা পিটিশন খুলেছে। যাতে রবিবার সকাল পর্যন্ত প্রায় পৌনে ছয় লাখ স্বাক্ষ র পড়েছে! অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের স্বাক্ষ র সংগ্রহ। পিটিশনে লেখা আছে- ‘মেসি ইতিহাসের সেরা, এমবাপ্পে তার পুত্র’!