Home মন্ট্রিয়ল প্লেন দুর্ঘটনায় মন্ট্রিয়লে একজন নিহত

প্লেন দুর্ঘটনায় মন্ট্রিয়লে একজন নিহত

মন্ট্রিয়ল ডেস্ক: ছোট্ট এক প্লেন দুর্ঘটনায় মন্ট্রিয়লে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। ২রা অক্টোবর শনিবার সন্ধা ছয়টার দিকে মন্ট্রিয়লের সেইন্ট হেলেন-এ এই দুর্ঘটনাটি ঘটে। মন্ট্রিয়ল পুলিশের ভাষ্যমতে প্লেনে পাইলটসহ দুজন যাত্রী ছিলেন।
প্লেনের যাত্রী মারা যান এবং পাইলট মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয় এবং পাইলটকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, সেনা ১৭২ প্লেনটি বিয়ের প্রস্তাব সম্বলিত একটি ব্যানার বহন করছিল।

তবে ঠিক কি কারণে দুর্ঘটনায় পতিত হয়েছিল তদন্তের পর জানা যাবে। তথ্যসূত্র: সিবিসি নিউজ।

Exit mobile version