বিনোদন ডেস্ক : নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সোমবার (১ মে) রাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ‘মেট গালা’র আসরে আলো ছড়িয়েছেন হলিউড, বলিউডের তারকারা। এবারের আসরে কিংবদন্তি ডিজাইনার কার্ল লাগেরফেল্ডকে শ্রদ্ধা জানানো হয়েছে।
এই আসরে এবার চোখ ধাঁধানো ফ্যাশনে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কালো গাউনে সেজেছেন তিনি। তবে সেই পোশাকের জন্য নয়, বরং গলার নেকলেসের জন্য খবরের শিরোনামে অভিনেত্রী। যার দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই।
বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড ‘বুলগারি’র শুভেচ্ছাদূত হিসেবে ‘মেট গালা’য় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদে তাদের তৈরি করা একটি বিশেষ নেকলেস পরেছেন তিনি। যেটার দাম ২৫ মিলিয়ন ডলার! যা ভারতীয় মুদ্রায় ২০৪ কোটি রুপির বেশি। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬৫ কোটি টাকা।
প্রিয়াঙ্কার নেকলেসটিতে যে ‘ব্লু লেগুনা’ হীরাটি রয়েছে, সেটি বুলগারি ব্র্যান্ডের গয়নায় থাকা সবচেয়ে বড় নীল হীরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি রত্নপাথর।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে হারটি ব্লু ডায়মন্ড দিয়ে তৈরি।
এমন মূল্যবান হার পড়েই অভিযাত ফ্যাশন শোয়ে হেঁটেছেন প্রিয়াঙ্কা। কিন্তু, এরপর হারটির কী হবে? জানা গেছে, জেনেভার লাক্সারি উইকে হারটি নিলামে তোলা হবে। ১২ মে হবে এই নিলাম। এর বিক্রয়মূল্য ধরা হচ্ছে ২৫ মিলিয়ন ডলারের বেশি। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে সারা পৃথিবীর সামনে এলো বহুমূল্যের এই রত্নের সম্ভার।
তৃতীয়বারের মতো মেট গালায় অংশ নিলেন প্রিয়াঙ্কা। মেট গালার আসরেই স্বামী নিক জোনাসের সঙ্গে তার পরিচয়। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই।