বিনোদন ডেস্ক : প্রযোজকের কাছে নায়িকাদের হেনস্তার শিকার হওয়ার গল্প নতুন নয়। এ নিয়ে বলিউডের অনেক তারকাকেই মুখ খুলতে দেখা গেছে। কোনো না কোনো সেলিব্রিটি শোতে উপস্থিত হয়ে ক্যারিয়ারের পথ চলতে গিয়ে কষ্টের কথা প্রকাশ করেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউড তারকা বিপাসা বসু। একটি শোতে হাজির হয়ে প্রযোজকের হেনস্তার শিকার হওয়ার কথা জানালেন তিনি।
বিপাশা বলেন, তখন আমার বয়স কম ছিল। একাই থাকতাম। আমার এমন ভাবমূর্তি ছিল যে- অনেকেই আমাকে ভয় পেতেন।

কিন্তু একবার প্রথমসারির প্রযোজকের একটি ছবিতে আমি সই করি। বাড়ি ফেরার পরে তার থেকে মেসেজ পাই। তিনি লেখেন, আমার হাসি তিনি খুব মিস করছেন। এরপরেও একাধিকবার তিনি একই মেসেজ পাঠিয়েছেন। আমি যদিও এ বিষয়টি এড়িয়ে যাই।
তিনি আরও জানান, এই সমস্যার সমাধান হয় অন্যভাবে। এক বন্ধুকে পাঠাতে গিয়ে একটি লম্বা মেসেজ ওই প্রযোজককে পাঠিয়ে ফেলেছিলাম। আশ্চর্যজনকভাবে তারপর থেকে আরও কোনও টেক্সট মেসেজ বা প্রস্তাব পাইনি। এরপরে ওই ছবির জন্য নেয়া পারিশ্রমিক ফিরিয়ে দিতে আমার সেক্রেটারিকে নির্দেশ দেই। ওই ধরণের কারও সঙ্গে কাজ করার কোনও ইচ্ছে ছিল না বলেই ছবিটি থেকে সরে এসেছিলাম।