Home জাতীয় প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবন সূত্রে জানা যায়, শনিবার (১০ আগস্ট) রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সন্ধ্যা ৬টার মধ্যে সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

উল্লেখ্য শনিবার বিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাঁচ বিচারপতি হলেন- এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

নিয়ম অনুযায়ী আইন উপদেষ্টা পদত্যাগপত্রগুলো প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।

 

Exit mobile version