Home খেলাধুলা প্রথম সেঞ্চুরি মিরাজের, বাংলাদেশ ৪৩০ রানে অলআউট

প্রথম সেঞ্চুরি মিরাজের, বাংলাদেশ ৪৩০ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন টাইগার দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৬ মাস পর ক্রিকেটে নেমে অনবদ্য একটি ইনিংস উপহার দিয়েছেন দলকে। আটে নেমে ১৬৮ বল খেলে শতক হাঁকান মিরাজ।

২২৪ মিনিট ক্রিজে থেকে উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে কার হোডগের হাতে ক্যাচ দেওয়ার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩টি চার হাঁকান মিরাজ। ১০৩ রান করে ফিরে যাওয়ার আগে ক্রিজে তার সঙ্গী ছিলেন মোস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এদিন তৃতীয় ওভারে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন এই ডানহাতি। ৯৭ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি। দুর্দান্ত খেলেন সাকিব। তবে অর্ধশতক করে সাজ ঘরে ফিরে যান তিনি। এ সময় তাকে সঙ্গ দিচ্ছিলেন মিরাজ।

গতকাল বুধবার টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ২৪২ রানে শেষ করে। ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৫৯ রান করেন। আজ সেটি শেষ হলো সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানে।

Exit mobile version