Home কানাডা খবর প্রথমবারের মত ফ্লাডলাইটে প্রীতি ফুটবল ম্যাচ

প্রথমবারের মত ফ্লাডলাইটে প্রীতি ফুটবল ম্যাচ

সাহিদুল আলম টুকু : গত ১লা অক্টোবর, রবিবার সন্ধ্যায় টরন্টোর ৮৫ বার্চমাউন্ট রোডের বার্চমাউন্ট স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রথমবারের মত ফ্লাডলাইটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ও আনন্দঘন এই ফুটবল ম্যাচে অংশ নেয় টরন্টো এফসি ও অশোয়া টাইগার্স। তুমুল প্রতিযোগিতার এই খেলায় টরন্টো এফসি ৩-০ গোলে অশোয়া টাইগার্সকে পরাজিত করে।

পখলায় চমৎকার নৈপুণ্য দেখানোর জন্য অশোয়া টাইগার্স এর পূর্ণ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে সম্মানীত হন। এই প্রীতি ম্যাচে টরন্টো এফসি’র ব্যবস্থাপনায় ছিলেন হাসিব এবং অশোয়া টাইগার্স এর ব্যবস্থাপনায় মারুফ। খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের প্রাক্তন ধারা ভাষ্যকার মাসুদ করিম।

‘পাওয়ারড বাই’ রিয়েল স্টেট ব্রোকার শেখ হাসিব হোসেন এর উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচে স্পন্সর হিসেবে ছিলেন ব্যারিস্টার কামরুল হাফিজ, ব্যারিস্টার ওমর আল জাহিদ, ব্যারিস্টার আরিফ হোসেন, মর্টগেজ ব্রোকার আসাবউদ্দিন খান আসাদ, সাফা ফ্রাইয়েড চিকেন, সি এম ডিজাইনার্স এবং রিয়েল স্টেট ব্রোকার মারুফ।

Exit mobile version