অনলাইন ডেস্ক : জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। ২০৩৫ সাল পর্যন্ত এ অর্থ দেয়া হবে।
রবিবার (২৪ নভেম্বর) আজারবাইজানে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এ অর্থায়নের বিষয়ে একটি চুক্তিতে একমত হন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো। এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো।
এই জলবায়ু চুক্তিকে স্বাগত জানিয়েছেন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপকে হোয়েকস্ট্রা।
এর আগে শনিবার কপ-টোয়েন্টি নাইনের আসরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেয়ার অভিযোগ এনে সম্মলেন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। পরে দীর্ঘ আলোচনার পর চুক্তিতে একমত হয় কপের সদস্য দেশগুলো।