অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার (৪ এপ্রিল) বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪% অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা। এটি ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করে তুলছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হবে করা হবে। মার্কিন শুল্ক ‘আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়’।
ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৫৪% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর রাতারাতি চীনের নতুন ঘোষণা এলো। এই ৫৪% শুল্কের মধ্যে পূর্ববর্তী শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে।
রয়টার্স জানিয়েছে, চীনা কাস্টমস শস্য রপ্তানিকারক সিএন্ডডি (ইউএসএ) ইনকর্পোরেটেড থেকে আমদানির ওপর তাৎক্ষণিক স্থগিতাদেশ জারি করায় কৃষি বাণিজ্য আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে তিনটি মার্কিন কোম্পানি থেকে পোল্ট্রি এবং হাড়ের মাংস আমদানিও স্থগিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেইজিং যুক্তরাষ্ট্রে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামসহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইন অনুসারে প্রাসঙ্গিক পণ্যের ওপর চীন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের উদ্দেশ্য হল জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে আরও ভালভাবে রক্ষা করা এবং পরমাণু বিস্তার রোধের মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা।