স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মোবাইল আছড়ে ভেঙেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪ বছর বয়সী জ্যাকব হার্ডিংয়ের কাছে পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরের পরিবার। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই রোনালদোকে সতর্ক করা হলো।

সে দিন ম্যাচ হারায় মেজাজ খারাজ ছিল রোনালদোর। পরে তিনি মাঠ ছাড়ার সময় ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিল জ্যাকব। কিন্তু রাগে ফোন টেনে নিয়ে মাটিতে আছড়ে ফেলে দিয়েছিলেন।

যদিও রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘রাগের মাথায় কাজটা করে ফেলেছি। তার জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব।’

জিজ্ঞাসাবাদের জন্য এই মাসের শুরুতে রোনালদোকে ডেকে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে অপমান করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ওঠে। তখনই ৩৭ বছরের এই ফরোয়ার্ডকে সতর্ক করে পুলিশ। এই বিষয়টি এখানেই শেষ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আবারও এমন ঘটনা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রোনালদো বিরুদ্ধে।