Home প্রবাস প্যারিসে প্রথম বাংলাদেশি অনলাইন সুপারমার্কেট চালু

প্যারিসে প্রথম বাংলাদেশি অনলাইন সুপারমার্কেট চালু

অনলাইন ডেস্ক : ভিলিয়ার লেভেল বাণিজ্যিক এলাকায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফিতা কেটে এ অনলাইন সুপারমার্কেটের যাত্রা শুরু হয়।

‘সময় বাঁচান সাথে ইউরোও বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে প্যারিসে প্রথম বাংলাদেশি অনলাইন সুপারমার্কেট ইজিবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিলিয়ার লেভেল বাণিজ্যিক এলাকায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফিতা কেটে এ অনলাইন সুপারমার্কেটের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা, অর্ফিস্থা ডিরেক্টর ফারুক খান, পি আর পি কাউন্সিলর শারমিন হক, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম লিটন, বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি মনন উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ, নজরুল চৌধুরী, শাহাদাৎ হোসেইন সাইফুল, এখলাসুর রহমান, অজয় দাস, মনন উদ্দিন, সুমা দাস, জামাল উদ্দিন, শিউলি গিয়াস প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাবর হোসেইন বলেন, ফ্রান্সের মতো উন্নত দেশে যাতে বাড়তি সময় অপচয় করতে না হয়, ছুটির দিনও প্রবাসীদের নিজেদের কাজে লাগে, সে লক্ষ্যে ইজিবাজার সপ্তাহের সাত দিন প্রবাসীদের বাসায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে।
প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহির বলেন, করোনাকালীন সময়ে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, দেশি সবজি, দেশি মাছ-মাংস, গ্রোসারি, মিষ্টি, কাপড়সহ সব পণ্য সুলভমূল্যে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে অবশ্যই সব পণ্য শতভাগ সঠিক ওজন এবং তরতাজা পরিবেশন করা হবে।

Exit mobile version