অনলাইন ডেস্ক : পৃথিবীর শান্তি কেড়ে নিয়েছে কোভিড-১৯। অতি ক্ষুদ্র এই ভাইরাসের কাছে আজ সবচেয়ে পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও অসহায়। জীবন যেখানে বিপন্ন, খেলাধুলা আর চিত্তবিনোদনের চিন্তা সেখানে বাড়াবাড়ি। আর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পৃথিবী শতভাগ নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো ফুটবল প্রতিযোগিতা চলবে না।
করোনা মহামারিতে এ বছর ক্রীড়া দুনিয়ার তিনটি বড় আসর স্থগিত হয়ে গেছে। বন্ধ হয়ে আছে লীগ ফুটবল। তবে অনেক লীগই চাইছে কাট-ছাঁট করে হলেও মৌসুম শেষ করতে। যাতে অন্তত আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে তারা। তবে ইনফান্তিনো পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত খেলা মাঠে ফেরানোর ঘোর বিরোধী।
ফিফা সভাপতি বলেন, ‘একজন মানুষের জীবন ঝুঁকিতে থাকা পর্যন্ত কোনো ম্যাচ, কোনো প্রতিযোগিতা, কোনো লীগ চলবে না।
বিশ্বের প্রতিটি মানুষের ব্যাপারটা পরিস্কারভাবে বোঝার কথা। পরিস্থিতি ১০০ ভাগ নিরাপদ না হওয়ার আগে লীগগুলো পুনরায় চালু করা হবে কাণ্ডজ্ঞানহীনতার চেয়েও বেশি কিছু।’