অনলাইন ডেস্ক : দখল করা ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরুজালেমের দুটি ফিলিস্তিনি বইয়ের দোকানে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় বই জব্দ ছাড়াও মালিক ও তার ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা আরবি ও ইংরেজি ভাষার শাখাসহ কয়েক দশকের পুরনো সম্মানিত প্রতিষ্ঠান ‘এডুকেশনাল বুকশপের’ একটি শাখায় গিয়ে আবর্জনার ব্যাগে বই রাখছেন।
দোকানের মালিক ইয়াদ মুনা সিএনএনকে বলেন, পুলিশ কিছু বই মাটিতে ফেলে দিয়েছিল। মুনার শেয়ার করা ছবিতে দেখা যায়, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই, নোটবুক ও লেখার সামগ্রী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ইসরায়েলের একটি আদালত মাহমুদ ও আহমেদ মুনা নামের আটক দুই ব্যক্তিকে পাঁচ দিনের গৃহবন্দি রাখার নির্দেশ দেয়। তদন্ত চলাকালীন পুলিশ প্রাথমিকভাবে তাদের ৮ দিনের জন্য জিজ্ঞাসাবাদের সময় চেয়েছিল।
শুনানির আগে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদস্য দেশ, যুক্তরাজ্য ও ব্রাজিলের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন।
ইসরায়েলি পুলিশ সোমবার এক বিবৃতিতে দাবি করেছে, সন্ত্রাসবাদে উস্কানি ও সমর্থন সম্বলিত বই বিক্রির সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বই বিক্রি করা সন্দেহভাজনদের পুলিশের গোয়েন্দারা হেফাজতে নিয়েছে।
ইসরায়েলি পুলিশ বলেছে, গোয়েন্দারা দোকানগুলোতে ফিলিস্তিনি ধর্মাবলম্বীদের উস্কানিমূলক উপাদান সম্বলিত অসংখ্য বই পেয়েছেন। এর মধ্যে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ নামে একটি শিশুতোষ রঙিন বই ছিল। এটি ইসরায়েলে রাজনৈতিকভাবে বিতর্কিত। ফিলিস্তিনিরা জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী একটি আবাসভূমির সমর্থনে এই শব্দগুচ্ছটি ব্যবহার করে। তবে ইহুদিরা এটিকে ‘ইয়েয়েলের ধ্বংসের আহ্বান’ হিসাবে মনে করে।
শিক্ষামূলক বইয়ের দোকানটি ১৯৮৪ সালে পূর্ব জেরুজালেমের কেন্দ্রীয় সালাহ এল দেইন রাস্তায় প্রতিষ্ঠিত হয়েছিল। কয়েক বছর পরে দোকানের ইংরেজি ভাষার শাখায় ঘন ঘন বিদেশিরা ভিড় জমান।
ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, বইয়ের দোকানগুলোতে অভিযান দেখে তিনি মর্মাহত হয়েছেন। তিনি এই বইয়ের দোকানকে ‘বর্ণবাদের অধীনে ফিলিস্তিনিদের মুছে ফেলা প্রতিরোধকারী একটি বুদ্ধিবৃত্তিক বাতিঘর এবং পরিবার পরিচালিত রত্ন’ বলে অভিহিত করেছেন।
আলবানিজ জেরুজালেমের আন্তর্জাতিক সম্প্রদায়কে উপস্থিত হতে, বই বিক্রেতা মুনা পরিবারের পাশে দাঁড়াতে এবং এই গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রটি রক্ষা করার আহ্বান জানিয়েছেন।