স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি চাইলেও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছেন না। গত কদিন ধরে মেসিকে ঘিরে নানান কথা প্রচলিত থাকলেও ক্রীড়া ক্ষেত্রে প্রভাবশালী স্প্যানিশ পত্রিকা দৈনিক মার্কা বলছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন মেসি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া খবর থেকে জানা গেছে, মেসিকে ফেরানোর জন্য বার্সেলোনা যেমন চেষ্টা করছে অন্যদিকে অ্যারাবিয়ান ক্লাব আল হিলালও টাকার বস্তা নিয়ে তার পেছন পেছন ঘুরছে। তবে এগুলোকেই সম্ভাবনা হিসেবে দেখছে মার্কা।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানায়, মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর আগেই চুক্তি নবায়নের প্রস্তাবের কথা ভাবছে লা প্যারিসিয়ানরা।