বিনোদন ডেস্ক : নতুন বছরের আগমন ঘিরে চলে হাজারো পরিকল্পনা। তারকাদেরও নানান পরিকল্পনা থাকে নতুন বছর কেন্দ্র করে। দর্শক তাদের নিজে জানতে চান। দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার ব্যক্তিজীবন নিয়েও জানতে চান দর্শকরা তাই প্রায়ই প্রশ্ন উঠে কমে নতুন অধ্যায় শুধু করবেন তিনি। নতুন বছরের বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বাঁধন।

অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের সিনেমাতেও দেখা গেছে তাকে। ২০২৪ সাল বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। এছাড়াও গত বছর গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন বাঁধন। নতুন বছরে পরিকল্পনার বিষয়ে বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই ডিফরেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণঅভ্যত্থানে শহিদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক। কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক এটাই চাই।

২০২৪ সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এছাড়া আরও দুইটি নতুন সিনেমার কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর কাজ দুটি করবো।

বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করবো। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।

অন্যদিকে, চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে বাধঁন অভিনীত ও সানী সানোয়ারের পরিচালিত সিনেমা ‘এশা মার্ডার’। ইতোমধ্যেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে বাঁধনকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে।