ডঃ বাহারুল হক

-হ্যালো।
-বাংলা বলো, বাংলা বলো।
-বাংলা?
-হাঁ, বাংলা। আমি বাংলা শুনি, বাংলা বলি, বাংলাতে গান গাই,
তাইতো আমি সব ফেলে এসেছি এথা যেথা আছে মানিক ভাই।
-তা নাম কি তোমার পাখি?
-তুমি যে নাম দিবে তাই আমার নাম, আমি কি আমায় ডাকি?
-তোমার নাম দিলাম মুনিয়া,
-বড় খুশি হলাম শুনিয়া।
-তা বাসা বেঁধেছ খাসা, থাকবে কি চির কাল?
-মহাকাল যে অনেক বড়, আমি আর কয় দিন?
আপাততঃ ডিম পেড়েছি, তা দিতেছি চলবে কিছু দিন।
-তারপর?
-তারপর ডিম ফোটে ছানা হবে, করবো ব্যস্ত সময় পার।
-ব্যস্ত? তা বন্ধু তোমার থাকছে কোথা করছে কি সে আর।
-মা হয়েছি দায় নিয়েছি বন্ধু আবার কোথা;
আমায় ছেড়ে চলে গেছে তার মন চাহিল যেথা।
ছানা আছে আমি আছি যাইনা কোথাও রে আমি
নাই যে কিছু এ দুনিয়ায় আমার ছানার চেয়ে দামি।
ছানার মুখে খানা দেই গায়ে দেই চুমু
ওরা আমার প্রান ওরা আমার ধন, ওদের নিয়া আর কি কমু!
-তারপর?
-তারপর গান শেখাবো, উড়াল শেখাবো
শিখবে তারা বেশ
উড়বে তারা কাছা কাছি ফিরবে আমার আশা
তবে শেষ উড়াল দিবে একদিন ফিরবে না আর বাসা।
ওদের বন্ধু হবে চলে যাবে থাকবে তারা বেশ
আমিও একদম ফ্রী হবো থাকবে না কোন দুঃখ ক্লেশ।
-তারপর?
-তারপর আমিও ঘুরবো হেথা সেথা
গান গাহিবো নাচবো গাছে চলে যাবো ইচ্ছা আমার যেথা।
সামার যাবে অটাম যাবে যাবে যে পোড়া শীত
আবার আসবে সামার আসবে সময় ধরবো নতুন গীত।
-তারপর?
-জীবন কি থেমে থাকে? চলে আপন পথে;
জীবন আবার জীবন পাবে, জীবন চড়বে নতুন রথে।
বন্ধু হবে বন্ধু আসবে কাছে দেখবো নতুন স্বপন
বন্ধু আবার হবে রে ভাই আমার নতুন প্রাণ।
মা হবোরে মা হবোরে নাচবো তা ধিন ধিন;
বুকের মধ্যে বাজবে আবার নতুন এক বীণ।
আবার আমি বাঁধবো বাসা থাকবো বন্ধহীন
ছানার স্বপ্নে বিভোর হবো হোকনা বন্ধু অচীন।