অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাইয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলানো ছিল পাঁচ আফগান নাগরিকের মরদেহ। তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল। যেখানে এ মর্মান্তিত ঘটনা ঘটেছে সেটি ইরান সীমান্তের খুব কাছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, শুক্রবার (১৬ আগস্ট) সকালে এসব মরদেহ পাওয়া যায়, পরে শনিবার (১৭ আগস্ট) তাদের পরিচয় জানা গেছে। শাহ ফাহাদ বিন সুলতান হাসপাতালের একজন কর্মকর্তা মুহাম্মাদ জাওয়াদ বলেন, “নিহত পাঁচজনই আফগান নাগরিক এবং আফগানিস্তানের লস্কর গাহের বাসিন্দা।” এখন পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

মৃতদেহগুলো গির্দি জঙ্গলের বাসিন্দা মুহাম্মদ ইয়াহিয়ার সহায়তায় শনাক্ত করা হয়েছে। গির্দি জঙ্গল চাগাই জেলার একটি আফগান শরণার্থীশিবির। নিহতরা হলেন- রোজি খান, রহমত উল্লাহ, সামি উল্লাহ, আগা ওয়ালী ও সরদার ওয়ালী। পুলিশ জানিয়েছে, এই পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ-র বাসিন্দা ছিলেন। তাদের মরদেহগুলো কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করে তাদের মরদেহ বেলুচিস্তানের চাগাইয়ের ডালবান্দিনে নিয়ে আসা হতে পারে। বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থানও রয়েছে। পুলিশ এই ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।