অনলাইন ডেস্ক : পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন এ রয়েছে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফল।
নিয়মিত পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। সেই সাথে পেঁপেতে যে এনজাইম থাকে, তা অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। পেঁপে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় পাকা পেঁপে থাকে যা পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
জণ্ডিস রোগীদের জন্যও উপকারী পেঁপে। ওজন কমাতে সাহায্য করে এই ফল। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। পেঁপেতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কার্যকর পাকা পেঁপে।
তথ্য: এনডিটিভি