অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো পাঁচ মিলিয়ন ডলার মূল্যের ‘গোল্ড কার্ড’ উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত সম্পদশালী বিদেশি নাগরিকরা এই ভিসা পাবেন এবং এটি স্থায়ীভাবে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ তৈরি করবে।

ফ্রান্স টোয়েন্টিফরের এক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে প্রথমবার ‘গোল্ড কার্ড’ সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রাম্প একটি গল্ড কার্ড হাতে নিয়ে সাংবাদিকদের দেখাচ্ছেন। কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল দেখা যাচ্ছে। এতে ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপও রয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, বিশেষ এই ভিসাকার্ড সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে। তিনি বলেন, ‘আমিই প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?’

ট্রাম্প এর আগে বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। এটি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ভূমিকা রাখবে।

প্রাক্তন রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, নতুন কার্ডটি ‘অত্যন্ত মূল্যবান মার্কিন নাগরিকত্বের পথ হবে’।

তিনি গত ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, তার প্রশাসন ‘হয়তো দশ লক্ষ’ কার্ড বিক্রি করার আশা করছে। রাশিয়ান ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন।