অনলাইন ডেস্ক : পাঁচ বছর পর শীর্ষ বৈঠকে বসছে ভারত ও চীন।রাশিয়ার কাজানে শুরু হয়েছে ব্রিকস জোটের বৈঠক। সেখানে মূল বৈঠকের ফাঁকে বৈঠকে বসার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডন্ট শি জিনপিংয়ের। আজ বুধবার তারা বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৈঠকের আগে ভারত এবং চীন একটি গুরুত্বপূর্ণ চুক্তির কথা ঘোষণা করেছে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়। সীমান্তে উত্তেজনা প্রবল ছিল। গতকাল মঙ্গলবারই দুই দেশ জানিয়েছে, সীমান্তে উত্তেজনা প্রশমনের চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। সীমান্ত থেকে অতিরিক্ত সেনা সরিয়ে নিচ্ছে দুই দেশ। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের আগে সীমান্তে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যাওয়া হবে, এমন সিদ্ধান্ত হয়েছে।

বুধবার বৈঠকের আগে চীনের পক্ষ বলা হয়েছে, ভারত-চীন সুসম্পর্ক ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এবিষয়ে সদর্থক। সীমান্ত নিয়ে যে চুক্তি হয়েছে, তাকে তারা স্বাগত জানিয়েছে।

ইতিমধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। আলোচনায় উঠে এসেছে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ। তারপর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো। তবে কূটনৈতিক মহলের চোখ এখন ভারত-চীন বৈঠকের দিকে।